চিকিৎসার প্রস্তুতি শুরু খালেদা জিয়ার

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে প্রস্তুতি শুরু করেছে কারাগার কর্তৃপক্ষ। যে কোনো সময় আদালতের নির্দেশনা অনুসারে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হতে পারে। তবে এর আগে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করা হবে। কারা সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার তিনটি নির্দেশনা দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির জানান, তারা আদালতের নির্দেশনার চিঠি পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে। আদালতের নির্দেশে যেভাবে বলা আছে, সেভাবেই খুব দ্রুত কাজ করা হবে। তবে কবে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে তা জানাতে রাজি হননি এই কারা কর্মকর্তা।
Related News

রবের বাসায় বৈঠকে বিএনপি, ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতারা
বৃহত্তর জাতীয় জোটের নাম, আগামী দিনের ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ও দাবি দাওয়া চূড়ান্ত করতে বৈঠকRead More

ওবায়দুল কাদের : ডেকে নির্বাচনে আনার নজির দেখান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবেRead More