‘শাহেনশাহ’ সিনেমার শুটিং পেছালো কেন…

শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল ১১ সেপ্টেম্বর থেকে। কক্সবাজারে এই দিন থেকে সিনেমাটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছিলেন প্রযোজক সেলিম খান। শেষ পর্যন্ত এই দিনে সিনেমাটির শুটিং শুরু হয়নি। কেন পিছিয়ে গেল সিনেমাটির শুটিং?
পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘ পরিপূর্ণ প্রস্তুতি এবং সঠিক লোকেশন খুঁজে না পাওয়ায় ‘শাহেনশাহ’র শুটিং এক সপ্তাহ পেছানো হয়েছে। সকল শিল্পী কলা-কুশলীদের শিডিউল নেয়া সত্ত্বেও আমরা শ্যুটিং পিছিয়েছি কারণ আমরা একটা ভালো সিনেমা বানাতে চাই।’
৫ সেপ্টেম্বর ‘শাহেনশাহ’ ছবিটির মহরত হয়। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবিতে অভিনয় করবেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত, মিশা সওদাগর প্রমুখ।
Related News

তিন নায়ক চার ছবিতে
শাকিব খানের পর যে তিন জন নায়ক বাজার চলতি আছেন, তারা ১২ অক্টোবর শুক্রবার চারটিRead More

ব্যতিক্রমী চরিত্রের জন্য : সুস্মি রহমান
সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ঢাকার চলচ্চিত্র ১২ অক্টোবর একজন সম্ভাবনাময় তারকা পেতে যাচ্ছে।Read More