তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার রাত ১১টায় শেষ খবর পর্যন্ত বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তিস্তার পানি। তার আগে রাত ৯টায় এই পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার (৫২ দশমিক ৭৫ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হয় পনি। যা রাত ১১টায় আরো ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।
বিষয়টি নিশ্চিত করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানায়, তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চড়খড়িবাড়ি এলাকায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বালির বাঁধটি হুমকির মুখে পড়েছে। এরইমধ্যে বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় খাঁলিশাচাঁপানী ইউনিয়নের ছোটখাতা, বানপাড়া ও বাঁইশপুকুর চর এলাকায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। একই অবস্থা ঝুঁনাগাছচাঁপানী ইউনিয়নের ছাতুনামা ফরেস্টের চর। পূর্বছাতনাই ইউনিয়নের ঝাড়সিঙ্গের চরের বসতভিটায় এখন বন্যার পানি বইছে। প্রাণ বাঁচাতে বন্যাকবলিত মানুষজন গবাদিপশু ও আসবাবপত্রসহ তিস্তা নদীর ডান তীর বাঁধ ও উঁচুস্থানে আশ্রয় নিয়েছেন।
অপরদিকে জেলার জলঢাকা উপজেলার ডাইয়াবাড়ি, গোলমুন্ডা, শৈলমারী, কৈমারী ইউনিয়নের চরবেষ্টিত গ্রামগুলোতে বন্যার পানি প্রবেশ করার খবর পাওয়া গেছে।
Related News

ফরিদুর রেজা সাগরসহ ৬ জন রক্ষা পেলেন : হেলিকপ্টার দুর্ঘটনা
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেলRead More

জাতীয় মাছ ইলিশের জীবনরহস্য উন্মোচন
জাতীয় মাছ ইলিশের জীবনরহস্য উন্মোচন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। প্রায় তিন বছরRead More