বিএনপি : ইউনাইটেডে না হলে অ্যাপোলোতে চাইলো খালেদার চিকিৎসা

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির অনুরোধ জানিয়েছে বিএনপি। তবে ইউনাইটেডে না হলে অ্যাপোলো হাসপাতালের কথাও বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতালের পাশাপাশি অ্যাপোলে হাসপাতালের নামও জানিয়েছেন বিএনপি নেতারা। এ বিষয়ে জেল কোড অনুযায়ী যা যা করা সম্ভব সরকার তা করবে।
এ বৈঠক শেষে বের হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, তারা আবারও বিএনপি নেত্রীকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসা দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তাদের কথা দিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।
এসময় আপনাদের নেত্রীর পছন্দের হাসপাতাল কোনটি সাংবাদিকরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রীর পছন্দের হাসপাতাল ইউনাইটেড।
এ বৈঠকে অন্য কোনও ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আজ অন্য কোনও ইস্যু নিয়ে আসিনি। আজ শুধু চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে দাবি জানাতে এসেছি।
সচিবালয়ে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দলটির সিনিয়র নেতা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ড. মঈন খান, রফিকুল ইসলাম মিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
Related News

রবের বাসায় বৈঠকে বিএনপি, ঐক্য প্রক্রিয়া ও যুক্তফ্রন্ট নেতারা
বৃহত্তর জাতীয় জোটের নাম, আগামী দিনের ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা ও দাবি দাওয়া চূড়ান্ত করতে বৈঠকRead More

ওবায়দুল কাদের : ডেকে নির্বাচনে আনার নজির দেখান
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবেRead More