সাকিব দলের আগেই দুবাই চলে যাবেন

এশিয়া কাপে তিনি খেলবেন কিনা, তা নিয়ে বইছে সংশয়ের চোরাস্রোত। এর মধ্যেই জানা গেলো, এশিয়া কাপ খেলতে দলের আগে দুবাই পৌঁছে যাবেন বাংলাদেশ দলের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান।
এশিয়া কাপের ১৪তম আসর বসছে আরব আমিরাতে। এবার নিয়ে তৃতীয়বার এশিয়া কাপ আয়োজন করছে দেশটি। ইতিহাসের প্রথম এশিয়া কাপও আয়োজন করছিলো মধ্যপ্রাচ্যের এই দেশ।
এবারের এশিয়কাপে খেলবে মোট ছয়টি দেশ। এর মধ্যে পাঁচটি দেশই টেস্টখেলুড়ে। এশিয়া অঞ্চলের আইসিসির সহযোগী দেশ হিসেবে খেলবে হংকংও। দুদিন আগে মালয়েশিয়ায় এশিয়া কাপের কোয়ালিফায়ার জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।
ফিটনেস নিয়ে বিতর্কের আগুনে ছাই, দলের আগে দুবাইয়ে যাবেন সাকিব
দুদিন আগে একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে সাকিব আল হাসান জানান যে, তার ফিটনেসের অবস্থা ভালো নয়। তিনি মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ফিট। তার এই মন্তব্যের পর তাকে নিয়ে চলছে জোর সমালোচনা।
এর মধ্যেই সাকিব বিসিবিতে এক ইমেইল বার্তায় জানিয়েছেন যে, তার বক্তব্য ওই সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ ‘২০ থেকে ৩০ শতাংশ ফিট’ বলে যে খবর ছড়িয়েছে, এ কথার মাধ্যমে তা অস্বীকার করলেন সাকিব।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি কথাগুলো ওইভাবে বলেননি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দলের আগেই দুবাইয়ে পৌঁছে যাবেন।’
Related News

প্রধানমন্ত্রী : খেলাধুলার বিকাশে সরকার সব করবে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন সবকিছু করবে বলে আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবারRead More

সাফ ফাইনালে মেয়েরা
দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবং ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ নারীRead More