হাইকোর্টের নির্দেশ শহিদুল আলমকে ডিভিশন দিতে

আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কারাগারে থাকা শহিদুলের স্ত্রীর করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষের প্রতি এ আদেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত থেকে বের হবার পর সারা হোসেন বলেন, ‘আদালত আদেশ দিয়েছেন শহিদুল আলমকে যেন জেলখানায় ডিভিশন দেওয়া হয়। সামাজিক অবস্থান এবং শিক্ষাগত যোগ্যতার কারণে ডিভিশন দিতে হয়।’
‘শহিদুল আলমের পক্ষে ২৭ আগস্ট বিচারিক আদালতে ডিভিশন চেয়ে আবেদন করি। তাকে যেন প্রথম শ্রেণিতে রাখা হয়। আদালত আদেশও দিয়েছেন যেন কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এরমধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার জামিনও হয়নি। তাই হাইকোর্টে ডিভিশন চেয়ে আবেদন করা হয়। হাইকোর্ট আদেশ দিয়েছেন তাকে যেন প্রথম শ্রেণির ডিভিশন দেওয়া হয়,’ বলেন সারা হোসেন।
প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গত ৫ আগস্ট রাতে শহিদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
শহিদুলের বিরুদ্ধে ফেসবুক ও ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
Related News

হুদার মামলার তদন্ত শুরু সিনহার বিরুদ্ধে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদার করাRead More

৭ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে হত্যা মামলায়
গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডRead More