উড়াল সেতু ধসে নিহত ৫, হতাহত অনেকে কলকাতায়

পশ্চিমবঙ্গের কোলকাতায় একটি উড়াল সেতু ভেঙে কমপক্ষে ৫জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে।
ভেঙে পড়া উড়াল সেতুটি মাঝের হাট ব্রিজ নামে পরিচিতি।
পশ্চিবঙ্গের গণমাধ্যমে বলা হয়েছে, দিন কয়েক ধরেই ধস সারাইয়ের কাজ চলছিল মাঝের হাট ব্রিজের কাছে। রাস্তা বন্ধ না করেই চলছিল সে সারাইয়ের কাজ। এদিন বৃষ্টির মধ্যে বিকেল সাড়ে চারটে নাগাদ ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ।
বহু মানুষের প্রণহানির আশঙ্কা করা হচ্ছে এই ব্রিজ ভাঙার ফলে। ব্রিজের ভেঙে যাওয়া অংশে আটকে রয়েছে অনেক মিনিবাস, গাড়ি। চাপা পড়ার আশঙ্কা বহু মানুষের। স্থানীয় মানুষ উদ্ধার কার্যে হাত লাগিয়েছে ইতিমধ্যেই।
বাইক,মিনিবাস ইত্যাদি আটকে থাকা বহু মানুষকে প্রাথমিক ভাবে বের করে আনার চেষ্টা করছে এলাকার মানুষ।
আহত মানুষের সংখ্যা এখনও অনুমান করা যায়নি। বিপর্যয় মোকাবিলার চেষ্টা করছে পুলিশ। এলাকা ফাঁকা করছে পুলিশ, দমকল কর্মীরা।
Related News

ভূমিধ্বসে নিহত ৩১ উগান্ডায়
উগান্ডার পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভূমিধ্বসে কমপক্ষে ৩১ জন মারা গেছেন। এলগন পাহাড়ের এই ভূমিধ্বসে মানুষের প্রাণহানিসহRead More

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত,রাশিয়ার সঙ্গে এস-৪০০
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একটু মজবুত করে ফেলল ভারত। শুক্রবার রাজধানীর হায়দরাবাদ হাউসে রাশিয়ার সঙ্গে এস-৪০০Read More