আত্মঘাতী বিস্ফোরণে সোমালিয়ায় নিহত ৬

ফের বিস্ফোরণ সোমালিয়ার রাজধানী মোগাদিসুত। আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৬ জনের মৃত্যু। মোগাদিসু জেলা দফতরের সামনে বিস্ফোরণ হয়। লরি ভর্তি বিস্ফোরক নিয়ে এলাকায় ঢুকে পরে জঙ্গিরা।
জেলা দফতরের ভিতরে প্রবেশ করাই ছিল জঙ্গিদেল লক্ষ্য। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় দফতের গাড়ি ঢুকতে পারেনি। তার আগেই গাড়ি থামিয়ে দিতে সফল হয় সেনাবাহিনী। হাওয়ালওয়াদাগ জেলার সদর দফতর এলাকায় হামলা চলে। যে তিন সেনা লরিকে আটকায় বিস্ফোরণে তারা নিহত হয়। মৃত বাকি তিনজনের মধ্যে ১ শিশু।
বিস্ফোণের দায় স্বীকার করেছে আল সাবাব জঙ্গি সংগঠন। সোমালিয়ার রাজধানীর বুকে বার বার বিস্ফোরণ ঘটিয়েছে এই জঙ্গি সংগঠন।
গত বছর ছেতে ঘটা বিস্ফোরণে মোট ৫১২ জনের মৃত্যু হয়েছে। আল সাবাব গোষ্ঠীর বিরুদ্ধে বার বার মহিলা ও শিশু অপহরণের অভিযোগও ওঠে। গত মাসেই একটি ইসলামিক স্কুলের বাইরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
Related News

ভূমিধ্বসে নিহত ৩১ উগান্ডায়
উগান্ডার পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভূমিধ্বসে কমপক্ষে ৩১ জন মারা গেছেন। এলগন পাহাড়ের এই ভূমিধ্বসে মানুষের প্রাণহানিসহRead More

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত,রাশিয়ার সঙ্গে এস-৪০০
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একটু মজবুত করে ফেলল ভারত। শুক্রবার রাজধানীর হায়দরাবাদ হাউসে রাশিয়ার সঙ্গে এস-৪০০Read More