অভিযুক্ত হচ্ছেন ৬জন মীম-রাজিব নিহতের ঘটনায়

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবালে নূর বাসের মালিক শাহাদাত হোসেনসহ ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
তিনি জানান, এই সপ্তাহের মধ্যেই তিনটি বাসের চালক মাসুম বিল্লাহ, জুবায়ের ও সোহাগ, দুই বাস চালকের সহকারী এনায়েত ও রিপন এবং ঘাতক বাসের মালিক নূরের শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল্লাহপুর-মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহনের তিনটি বাসের রেষারেষিতে এ দুর্ঘটনা ঘটে। এতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী আবদুল করিম রাজিব ও একই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খানম মীম নিহত হন। এ সময় আরও অনেকে আহত হন। এঘটনার পর গোটা দেশ জুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
ঘটনার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় নিহত দিয়া খানম মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
Related News

ফরিদুর রেজা সাগরসহ ৬ জন রক্ষা পেলেন : হেলিকপ্টার দুর্ঘটনা
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেলRead More

তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে
ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজRead More