চামড়ার পাইকারি বাজার শুক্রবার থেকে জমে উঠবে

কোরবানির ঈদের পরেও পশুর চামড়ার বাজারে অচলাবস্থা চলছে। এমনকি দেশে কাঁচা চামড়ার প্রধান আড়ত লালবাগের পোস্তায় কোরবানির পশুর চামড়া কেনা বন্ধ রয়েছে গত দুই দিন যাবত। আড়ত ও গুদামগুলোতে তিল ধারণের ঠাঁই না থাকায় ঢাকার বাইরের মোকাম থেকে চামড়া আনছেন না ব্যবসায়ীরা। তাই কিছুটা স্থবির পোস্তার আড়তগুলোর হাঁকডাক।
ট্যানারি মালিকরা বলছেন, আগামী সপ্তাহের শুরু থেকে সরকার নির্ধারিত দরেই পোস্তার আড়তদারদের কাছ থেকে চামড়া কেনা শুরু হবে।
ব্যবসায়ীরা আশা করছেন, আগামী শুক্রবার থেকে আবারও জমে উঠবে চামড়া কারবারিদের এ পাইকারি বাজার।
বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের মহাসচিব হাজী মো. টিপু সুলতান গণমাধ্যমকে বলেন, আগামী সপ্তাহ থেকে ট্যানারি মালিকরা পোস্তার আড়তদারদের কাছ থেকে চামড়া কেনার আশ্বাস দিয়েছেন। আশা করা যাচ্ছে শুক্রবার থেকে পোস্তার আড়তগুলো আবারও চাঙ্গা হয়ে উঠবে।
তিনি বলেন, চামড়ার দর নিয়ে যে আশংকা সৃষ্টি হয়েছিলো, তা কেটে গেছে। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দরেই চামড়া কিনতে রাজি হয়েছে। তাই আড়তদারদের লোকসানের যে শঙ্কা উঁকি দিয়েছিলো, আপাতদৃষ্টে মনে হচ্ছে, তা কেটে গেছে।
Related News

অর্থমন্ত্রী : সরকার পরিবর্তন হলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না
সরকার পরিবর্তন হলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববারRead More

৫ লাখ টন ছাড়িয়ে যাবে ইলিশের উৎপাদন
২০১৭-১৮ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ লাখ টন ছাড়িয়ে যাবে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২Read More