স্ত্রী ও সাবেক প্রেমিকা একই সেটে

অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিল কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর। সে সম্পর্ক ভাঙার পর শুভশ্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পরিচালকের। কিন্তু রাজকে নিয়ে প্রকাশ্যে দুই নায়িকার মৌখিক তর্ক-বিতর্ক উঠে এসেছিল গণমাধ্যমে। সব তর্ক-বিতর্কের অবসান ঘটিয়ে গত ১১ মে শুভশ্রীকে বিয়ে করেন রাজ।
যদিও বিয়ের আগে একাধিকবার তিনজনকেই একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। তবে বিয়ের পর সেটা হয়ে ওঠেনি। এবার একই শুটিং সেটে দেখা গেল তিনজনকে। স্ত্রী ও সাবেক প্রেমিকার সঙ্গে দেখা যাবে রাজকে।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি রাজ চক্রবর্তী একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন। যেখানে হাজির হয়েছিলেন তার স্ত্রী শুভশ্রী। পূজার জন্য তৈরি হচ্ছে এই বিশেষ বিজ্ঞাপনটি। এতে জিৎ গাঙ্গুলির সুরে নাচবেন বাংলার বিভিন্ন তারকারা। যেখানে মিমি চক্রবর্তীকেও দেখা যাবে।
বিজ্ঞাপনের গানে কণ্ঠ দিয়েছেন অভিজিৎ ও শান। এ গানের সঙ্গে মিমি ছাড়াও একাধিক তারকাকে কোমর দোলাতে দেখা যাবে। বিজ্ঞাপনটির কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব।
Related News

তিন নায়ক চার ছবিতে
শাকিব খানের পর যে তিন জন নায়ক বাজার চলতি আছেন, তারা ১২ অক্টোবর শুক্রবার চারটিRead More

ব্যতিক্রমী চরিত্রের জন্য : সুস্মি রহমান
সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ঢাকার চলচ্চিত্র ১২ অক্টোবর একজন সম্ভাবনাময় তারকা পেতে যাচ্ছে।Read More