বিশ্বকাপের ট্রফি ঘুরবে বাংলাদেশের চার শহরে

ক্ষণগণনা শুরু হয়েছে আরও অনেক আগে। সময়ের স্রোত গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে অনেক দেশই। সোমবার (২৭ আগস্ট) দুবাইয়ে আইসিসির প্রধান কার্যালয় থেকে বিশ্বভ্রমণে বের হবে বিশ্বকাপ ট্রফি। প্রথম গন্তব্য ওমানের রাজধানী মাসকট। সেখান থেকে পরের নয় মাস বিশ্বজুড়ে বেশ কয়েকটি শহরে ঘুরবে ট্রফিটি।
সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে বিশ্বকাপের ট্রফিটি একে একে ঘুরবে ওমান, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানির বিভিন্ন শহরে।
সবশেষে মোট ১০০ দিনের সফল সমাপ্ত করে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি এটা পৌঁছাবে আয়োজক দেশ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে।
বাংলাদেশের চারটি শহরে ঘুরবে এই ট্রফি। শহর চারটি হলো- খুলনা, সিলেট এবং চট্টগ্রাম। ট্রফিটি সাতদিন থাকবে বাংলাদেশে। ঢাকায় এটি থাকবে ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন, খুলনায় থাকবে ২০ অক্টোবর, সিলেটে ২১ এবং চট্টগ্রামে দুইদিন-২২ ও ২৩ অক্টোবর।
ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরটি মাঠে গড়াবে আগামী বছরের ৩০ মে। ১৪ জুলাই লর্ডসে টুর্নামেন্টের ফাইনাল। এবার দশ দল খেলবে বিশ্বকাপ।
Related News

প্রধানমন্ত্রী : খেলাধুলার বিকাশে সরকার সব করবে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খেলাধুলার বিকাশে যা যা প্রয়োজন সবকিছু করবে বলে আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবারRead More

সাফ ফাইনালে মেয়েরা
দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এবং ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১৮ নারীRead More