আগামী সেপ্টেম্বরে রায় ২১আগস্ট গ্রেনেড হামলার মামলা

ঢাকা: আগামী সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর এবং ২১আগস্ট গ্রেনেড হামলার দ্রুত বিচার দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী বলেন, আমি আশাকরি আগামী সেপ্টেম্বর মাসেই বিচারিক আদালতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায় হবে। সে রায়েই আমরা দেখতে পাবো কারা ওই ঘটনায় জড়িত অপরাধী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনার মাস্টার মাইন্ড তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস (এমপি) ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে।
Related News

হুদার মামলার তদন্ত শুরু সিনহার বিরুদ্ধে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদার করাRead More

৭ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে হত্যা মামলায়
গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডRead More