৩০ হাজার পিস ইয়াবা: আটক পুলিশ কর্মকর্তা

ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি।
আটক পুলিশ কর্মকর্তার নাম আবুল বাশার। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ থেকে সদ্য ক্লোজ হয়ে পুলিশ লাইনে আছেন।
আবুল বাশার কুমিল্লা জেলার দেবিদ্দার উপজেলার বৈশেরকোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বারইয়ারহাট থেকে তাকে আটক করা হয়। র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম এসব তথ্য জানান।
তিনি জানান, বাশার মোটরসাইকেলে বাঁধা অবস্থায় একটি ব্যাগে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এমন সংবাদ পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার ইয়াবাসহ আটক করে।
এসময় বাশারের সঙ্গে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকার যুক্ত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক ইয়াবার আনুমানিক মুল্য প্রায় দেড় কোটি টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা।
আটক এএসআই বাশারের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে বাশার এর আগেও কয়েকবার ইয়াবার চালান করেছিল বলে স্বীকার করেছেন।
Related News

হুদার মামলার তদন্ত শুরু সিনহার বিরুদ্ধে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদার করাRead More

৭ জনের মৃত্যুদণ্ড গাজীপুরে হত্যা মামলায়
গাজীপুরে মিলন ভূইয়া নামের একজনকে হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডRead More