কফি আনান আর নেই

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা গেছেন। শনিবার সুইজারল্যান্ডে জাতিসংঘের সপ্তম এই মহাসচিব ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাতিসংঘের প্রধান হিসেবে মানবিক কাজের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত ঘানান বংশোদ্ভূত কফি আনান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।
কফি আনানই প্রথম কোনো আফ্রিকান; যিনি বিশ্বের শীর্ষ এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত।
১৯৩৮ সালের ৮ এপ্রিল সাবেক ব্রিটিশ কলোনি ঘানায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি।
১৯৬২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা অফিসে কাজ শুুরুর মাধ্যমে জাতিসংঘে প্রবেশ করেন কফি আনান। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই সংস্থাতেই বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানে তার নেতৃত্বে একটি কমিটি গঠন করে জাতিসংঘ। আনান কমিশন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে বেশ কিছু সুপারিশ করেছে। যা বাস্তবায়িত হলে রোহিঙ্গা বর্তমান পরিণতি ভোগ করতে হতো না।
Related News

ভূমিধ্বসে নিহত ৩১ উগান্ডায়
উগান্ডার পূর্বাঞ্চলীয় অঞ্চলে ভূমিধ্বসে কমপক্ষে ৩১ জন মারা গেছেন। এলগন পাহাড়ের এই ভূমিধ্বসে মানুষের প্রাণহানিসহRead More

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত,রাশিয়ার সঙ্গে এস-৪০০
প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও একটু মজবুত করে ফেলল ভারত। শুক্রবার রাজধানীর হায়দরাবাদ হাউসে রাশিয়ার সঙ্গে এস-৪০০Read More