ঈদে নতুন নোট সোমবার

ঢাকা: ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদে নতুন জামাকাপড় পরা, এ বাড়ি ও বাড়ি গিয়ে আত্মীয়স্বজন, প্রিয় জনদের সঙ্গে সময় কাটানো কতই না মধুর। ঈদে হাসি-খুশির অন্যতম একটি উপকরণ নতুন টাকা। বৃদ্ধ, শিশু, মা-বাবা, ভাইবোন, স্ত্রী, সন্তানদের ঈদ সালামির টাকা যদি দেয়া হয় নতুন তা ঈদে যোগ করে নতুন এক আকর্ষণ। এ কারণে ঈদের আগে নতুন টাকার চাহিদা বাড়ে। তাই ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ১৩ আগস্ট (সোমবার) থেকে ২০ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) গ্রাহকরা নতুন এ নোট সংগ্রহ করতে পারবেন বলে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ৃ
বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট প্রতিটি একটি প্যাকেট করে বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।
যেসব ব্যাংকে ও শাখায় নতুন টাকা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে– রাজধানীর যাত্রাবাড়ীর ন্যাশনাল ব্যাংক, জাতীয় প্রেস ক্লাবের অগ্রণী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখার সোস্যাল ইসলামী ব্যাংক, ধানমন্ডির ব্যাংক এশিয়া, উত্তরার ঢাকা ব্যাংক, জনতা ব্যাংকের আব্দুল গণি রোডের কর্পোরেট শাখা, দি সিটি ব্যাংকের মিরপুর শাখা, মালিবাগ চৌধুরী পাড়ার শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখায় নতুন টাকা পাওয়া যাবে।
একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।
Related News

অর্থমন্ত্রী : সরকার পরিবর্তন হলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না
সরকার পরিবর্তন হলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববারRead More

৫ লাখ টন ছাড়িয়ে যাবে ইলিশের উৎপাদন
২০১৭-১৮ অর্থবছরে ইলিশের উৎপাদন ৫ লাখ টন ছাড়িয়ে যাবে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ২Read More